চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. রবিউল হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রবিউল বরিশালের হিজলা উপজেলার কাউলিয়া বাজার গ্রামের মাহবুবুর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন রবিউল হাসান। রেললাইনের আশপাশে থাকা অনেকেই ট্রেন আসছে বলে চিৎকার করলেও তিনি শুনেননি। একপর্যায়ে সে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন