ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সংরক্ষণের অভাবে বিলীন হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

কুমিল্লায় তেঁতাভূমি এলাকার তারেক রাজা চৌধুরীর জমিদার বাড়ি। ছবি : কালবেলা
কুমিল্লায় তেঁতাভূমি এলাকার তারেক রাজা চৌধুরীর জমিদার বাড়ি। ছবি : কালবেলা

বাংলাদেশের অনেক স্থানেই রয়েছে ঐতিহাসিক অনেক নিদর্শন, যা দেশের বিভিন্ন এলাকায় এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার একটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমি এলাকার তারেক রাজা চৌধুরী বাড়ি। কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচুু করে দাঁড়িয়ে আছে বাড়িটি। বিভিন্ন এলাকা থেকে বাড়িটি দেখার জন্য ঐতিহ্যপ্রেমী মানুষজন ছুটে আসছেন। স্থানীয়দের অভিমত, সংরক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে কালের সাক্ষী ওই বাড়িটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ফলে নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে পুরোনো ইতিহাস।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের থেকে জানা যায়, ওই বাড়িটি তৎকালীন জমিদার তারেক রাজা চৌধুরীর। তারেক রাজা চৌধুরী তেঁতাভূমির জমিদার হিন্দু পরিবার ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ছিলেন। তিনি একজন আদর্শ মুসলিম হিসেবে পার্শ্ববর্তী চড়ানলে স্থায়ী বসতি স্থাপন করেছিলেন। পরে একসময় সপরিবারে ভারতে চলে যান। তেঁতাভূমির পরিত্যক্ত ওই জমিদার বাড়ি তারেক রাজা চৌধুরীর বাড়ি নামে আজও পরিচয় বহন করছে।

ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাড়িটি। প্রাচীন ওই ভবন সংরক্ষণের অভাবে ইট-সুরকি খসে পড়ছে। খসে যাওয়া দালানটির ইটের ফাঁকে ফাঁকে গজিয়েছে পরজীবী গাছ। জমেছে শেওলার আস্তরণ। বাড়ির বিভিন্ন কামরায় ছড়িয়ে-ছিটিয়ে আছে লোহার সিন্দুক, আসবাবপত্র ও জমিদার পরিবারে ব্যবহারিক নানাসামগ্রী। কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা। বাড়িটির পাশের আরেকটি ভবন সংরক্ষণের অভাবে আগেই বিলীন হয়ে গেছে। ওই পরিত্যক্ত বাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, তারেক রাজা চৌধুরী জমিদার ছিলেন। তার জমিদারির চিহ্ন আজও বহন করছে বাড়িটি। এই বাড়িটি সংরক্ষণ করলে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরা যাবে। সংরক্ষণের অভাবে বাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, তারেক রাজা চৌধুরী জমিদার বাড়িটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িটি সংরক্ষণ করা হলে আগামী প্রজন্মের ইতিহাস সম্পর্কে অবগত হবে।

ঐতিহ্যপ্রেমী শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ বলেন, ঐতিহ্য ও ইতিহাস দেশের সম্পদ। প্রতিটি জাতি তাদের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে গর্ববোধ করে। আমাদের এ দেশের বিভিন্ন এলাকায় থাকা পুরোনো স্থাপত্য সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। তেঁতাভূমির ওই জমিদার বাড়িটি সংরক্ষণ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় চলছে ৮ দলের সমাবেশ

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু

মেট্রোরেলের যাত্রী কমলো ১০ শতাংশ : ডিএমটিসিএল এমডি

‘মানসিক চাপ’ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

পূর্বাচলে শেখ রেহানার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ আদালতের

বোট উল্টে নদীতে ৫২ যাত্রী

ওজন কমাতে ভাত-রুটি ছাড়তে হবে কি না, বলছেন বিশেষজ্ঞ

সড়ক নিরাপত্তা আইন জরুরি, বছরে ৫ হাজারের বেশি প্রাণহানি

হাসিনা-টিউলিপ পৃথিবীর যেখানেই থাকুক বিচারে বাধা নেই : বিচারক

ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও

১০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১১

‘ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা’

১২

শীত কখন জেঁকে বসতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৩

কেন প্রকাশ্যে কেঁদেছিলেন অক্ষয়?

১৪

আর্জেন্টিনায় গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল

১৫

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

১৬

টিউলিপের ২ বছরের কারাদণ্ড, যা বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

১৭

স্বর্ণপদকজয়ী জাতীয় পর্যায়ের বডিবিল্ডারকে পিটিয়ে হত্যা

১৮

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

১৯

ক্ষমতায় গেলে সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়বে বিএনপি : ফখরুল

২০
X