ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সংরক্ষণের অভাবে বিলীন হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

কুমিল্লায় তেঁতাভূমি এলাকার তারেক রাজা চৌধুরীর জমিদার বাড়ি। ছবি : কালবেলা
কুমিল্লায় তেঁতাভূমি এলাকার তারেক রাজা চৌধুরীর জমিদার বাড়ি। ছবি : কালবেলা

বাংলাদেশের অনেক স্থানেই রয়েছে ঐতিহাসিক অনেক নিদর্শন, যা দেশের বিভিন্ন এলাকায় এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার একটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমি এলাকার তারেক রাজা চৌধুরী বাড়ি। কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচুু করে দাঁড়িয়ে আছে বাড়িটি। বিভিন্ন এলাকা থেকে বাড়িটি দেখার জন্য ঐতিহ্যপ্রেমী মানুষজন ছুটে আসছেন। স্থানীয়দের অভিমত, সংরক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে কালের সাক্ষী ওই বাড়িটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ফলে নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে পুরোনো ইতিহাস।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের থেকে জানা যায়, ওই বাড়িটি তৎকালীন জমিদার তারেক রাজা চৌধুরীর। তারেক রাজা চৌধুরী তেঁতাভূমির জমিদার হিন্দু পরিবার ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ছিলেন। তিনি একজন আদর্শ মুসলিম হিসেবে পার্শ্ববর্তী চড়ানলে স্থায়ী বসতি স্থাপন করেছিলেন। পরে একসময় সপরিবারে ভারতে চলে যান। তেঁতাভূমির পরিত্যক্ত ওই জমিদার বাড়ি তারেক রাজা চৌধুরীর বাড়ি নামে আজও পরিচয় বহন করছে।

ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাড়িটি। প্রাচীন ওই ভবন সংরক্ষণের অভাবে ইট-সুরকি খসে পড়ছে। খসে যাওয়া দালানটির ইটের ফাঁকে ফাঁকে গজিয়েছে পরজীবী গাছ। জমেছে শেওলার আস্তরণ। বাড়ির বিভিন্ন কামরায় ছড়িয়ে-ছিটিয়ে আছে লোহার সিন্দুক, আসবাবপত্র ও জমিদার পরিবারে ব্যবহারিক নানাসামগ্রী। কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা। বাড়িটির পাশের আরেকটি ভবন সংরক্ষণের অভাবে আগেই বিলীন হয়ে গেছে। ওই পরিত্যক্ত বাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, তারেক রাজা চৌধুরী জমিদার ছিলেন। তার জমিদারির চিহ্ন আজও বহন করছে বাড়িটি। এই বাড়িটি সংরক্ষণ করলে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরা যাবে। সংরক্ষণের অভাবে বাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, তারেক রাজা চৌধুরী জমিদার বাড়িটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িটি সংরক্ষণ করা হলে আগামী প্রজন্মের ইতিহাস সম্পর্কে অবগত হবে।

ঐতিহ্যপ্রেমী শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ বলেন, ঐতিহ্য ও ইতিহাস দেশের সম্পদ। প্রতিটি জাতি তাদের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে গর্ববোধ করে। আমাদের এ দেশের বিভিন্ন এলাকায় থাকা পুরোনো স্থাপত্য সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। তেঁতাভূমির ওই জমিদার বাড়িটি সংরক্ষণ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

‘সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক’

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১০

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১১

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৩

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৪

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৫

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৬

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

১৭

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

১৮

অসুস্থ নাতনিকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল নানা-নানির

১৯

এবার রুপার দামেও নতুন রেকর্ড

২০
X