হবিগঞ্জের বাহুবলে পিকআপের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর উপজেলার সদরের তারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মতিউর রহমান (২৮)।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকায় মিরপুর থেকে বাহুবলগামী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা পিকআপ চাপা দেয়। এতে গুরুতর আহত মা-ছেলেকে পুলিশের সহযোগিতায় স্থানীয় বাসিন্দারা হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। শায়েস্তাগঞ্জ হাইয়ে থানার ওসি মাইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পিকআপটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন