রাঙামাটি শহরের বনরুপায় অবস্থিত রাঙামাটি পৌর আওয়ামী লীগ সভাপতি মো. সোলায়মানের মালিকাধীন আলিফ মার্কেটে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩৯ জুয়াড়িকে আটক করেছে রাঙামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে মার্কেটের নিচের একটি কক্ষে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ সময় নগদ অর্থসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারেন দীর্ঘদিন ধরে এ মার্কেটে মাদক সেবনসহ নিয়মিত জুয়ার আসর বসে সেই ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৩৯ জন জুয়াড়িকে আটকের পাশাপাশি ৪৮ হাজার ৯৪০ টাকা, ৩৮ বান্ডিল বিভিন্ন ব্র্যান্ডের তাস জব্দ করা হয়।
রাঙামাটি এপিবিএনের সহ অধিনায়ক মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, জুয়াসহ অবৈধ কর্মকাণ্ড বন্ধে এ অভিযান করা হয়েছে। আগামীতেও এমন অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন