রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এক ‘মামলাবাজে’র কাছে জিম্মি শতাধিক পরিবার

অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগী পরিবার। ছবি : সংগৃহীত
অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগী পরিবার। ছবি : সংগৃহীত

বিপদে পড়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের দুই গ্রামের প্রায় শতাধিক পরিবার। জমিসংক্রান্ত কাগজপত্রে অভিজ্ঞতা, ব্যক্তির, সরকারি জমি ও পুকুর দখল, মাদক সেবন করে নিরীহ মানুষকে মারধরসহ নজরুল ইসলাম নামে এক ব্যক্তির প্রতারণায় ওই পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।

নজরুলের বিরুদ্ধে কথা বললেই ভুক্তভোগীসহ গ্রামবাসী হামলার শিকার হতে হচ্ছে। স্থানীয়ভাবে নজরুল ইসলাম মামলাবাজ হিসেবে পরিচিত। অভিযুক্ত নজরুল ইসলাম রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের পূর্ব কেরোয়া গ্রামের ওয়াজউদ্দিনপুল সংলগ্ন নাপিত বাড়ির বাসিন্দা। এ ঘটনায় মামলাবাজ নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহকারী পুলিশ সুপারের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার কেরোয়া গ্রামের রায়পুর ও রামগঞ্জ সড়কের ওয়াজউদ্দিনের পুল এলাকায় গেলে অর্ধশতাধিক ব্যবসায়ী ও পরিবারের নারী-পুরুষ মামলাবাজ নজরুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

এ সময় পূর্ব কেরোয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. খালেদ (৫০), ডাক্তার মাসুদ (৪০), আহসান হাবিব (৬০), ডাক্তার সিরাজ (,৬০) শরিফ হোসেন (৩৫), মো. পলাশ (৪০) , মো. আবুল কালাম (৫৫), মসজিদ কমিটির সদস্য ইউসুফ আঠিয়া (৫৯), মো. শাহজাহান (৬৫) ও স্বাস্থ্যকর্মী সুফিয়া আক্তার অরেন্জসহ (৪৮) ২০ ব্যক্তি জানান, নজরুল ইসলাম হিরু খুব খারাপ ব্যক্তি ও মামলাবাজ। সবার সঙ্গে ঝগড়ায় লিপ্ত। কেরোয়া গ্রামের মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ৭ শতাংশ জমি দখলে রেখেছে। এতে নতুন ভবনের কাজও বন্ধ রয়েছে। পাশের একটি পুকুরও দখল করে রেখেছে সে।

বেকারি ব্যবসায়ী মো. জসিম বলেন, এলাকার এক লোকের কাছ থেকে ১৪ বছর আগে ৮ শতাংশ জমি ক্রয় করে রেজিস্ট্রিও করেন। কিন্তু নজরুল তার জমি দাবি করে ৮ বছর ধরে দখল করে রেখেছে। দখল বুঝে নিতে গেলে মারধর করছে।

ওষুধ দোকানি হারুন অর রশীদ ফারুখ বলেন, সোমবার সন্ধ্যায় মাদকাসক্ত হয়ে মাতাল অবস্থায় ঘুম ও ব্যথার ওষুধ নিতে নজরুল ইসলাম আমার দোকানে আসেন। তাকে ওষুধ না দেওয়ায় অশ্রাব্য ভাষায় গালমন্দ করে রাস্তার ওপারে গিয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এর আগে স্থানীয় মিজামকে (৫২) মারধর করে তার শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে আহত করে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে যায়। গত ১০ বছর এই জায়গায় মারামারির ঘটনায় মিরাজ নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনার পরে কোনো কিছু হলে মানুষ কোনো প্রতিবাদ করে না। নীরবে ব্যবসা করে চলছেন।

তিনি আরও বলেন, প্রতারণা করে গ্রামের অনেক মানুষের জমি নিজের বলে হয়রানি করছে। মো. মাসুদ নামের এক প্রবাসী যুবককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এক লাখ টাকা জরিমানা আদায় করে নেয়। অসহায় গ্রামবাসী নজরুল ইসলাম হিরুর ওপর ফুঁসে উঠেছেন। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলাম হিরু বলেন, কেরোয়া ইউপির ওয়াজউদ্দিনের পোল এলাকার ফারুখ ডাক্তারসহ কয়েকজন আমাকে মারধর করে। হত্যার চেষ্টা চালায়। আমি আদালতে মামলা করব। তবে তিনি মাদক সেবন করেন না এবং গ্রামবাসীর বিরুদ্ধে গুলি করারও হুমকি অস্বীকার করেন।

কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর বেগম বলেন, নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে জমি সংক্রান্তসহ কয়েকটি অভিযোগ আমার কাছে এসেছে। আমি সবাইকে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করতে বলেছি।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১০

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১১

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১২

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৩

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৪

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৫

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৬

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৭

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৮

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

১৯

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

২০
X