মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার সাটুরিয়া গোড়লা সড়কের হরগড় মোর এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ অক্টোবর) হরগজ মোড় এলাকায় মো. খোরশেদ আলমের তেলের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের তেল বিক্রির দোকানে তেল উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক মোটর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দোকানে তেল রাখার সব ড্রামে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সাটুরিয়া ও মানিকগঞ্জ ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন