রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চার দিন ধরে বন্ধ ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল

চার দিন ধরে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ । ছবি : কালবেলা
চার দিন ধরে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ । ছবি : কালবেলা

পাশ্ববর্তী জেলা ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ অক্টোবর) ভোর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃপক্ষ।

আর বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী বাস কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। আবার অনেক যাত্রী থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে দৌলতদিয়া ঘাটে গিয়ে নদী পার হয়ে ঢাকায় যাচ্ছেন।

এদিকে সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় জেলার সাধারণ যাত্রীরা আরো বাড়তি দুর্ভোগে পড়েছেন।

জুয়েল হাসান নামে একজন যাত্রী কালবেলাকে বলেন, ‘চারদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। আমাদের কষ্ট দেখার মতো কেউ নেই।’

সাইফুল ইসলাম লিটন নামে আরেক যাত্রী বলেন, ‘সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একদিকে যেমন বৃষ্টি আবার অন্যদিকে বাস চলাচল বন্ধ। আমরা খুব কষ্টে রয়েছি।’

লিমা আক্তার নামে একজন শিক্ষার্থী কালবেলাকে বলেন, ‘সরাসরি রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। চারদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় আমাদের ভোগান্তি বেড়েছে।’

এ ব্যাপারে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন কালবেলাকে জানান, ‘এ বিষয়টি আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি। তারা বিষয়টি সমাধানে আমাদের আশ্বাস দিয়েছেন। এখনো বাস চলাচল চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী ৮ অক্টোবর রাজবাড়ীর জেলা প্রশাসক ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করবেন। সেখানে বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের লোক থাকবে। সেই আলোচনার পরে সিদ্ধান্ত আসবে। ততদিন পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, ‘এ বিষয়ে আলোচনা চলছে। দ্রুতই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।’

প্রসঙ্গত, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এ ছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের মতো ট্রিপ পরিচালনা করছিল।এতে প্রথমে তাদের বাধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায়।

পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুটি ট্রিপ চালাবে। কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এতেই দ্বন্দ্ব শুরু হয়। এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শহীদুল আলমকে আটকে রিজভীর উদ্বেগ

নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে : কফিল উদ্দিন

দুদিন পর উদযাপিত হবে জবির এবারের বিশ্ববিদ্যালয় দিবস

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ফের ইতিহাস

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি, যেভাবে করতে হবে আবেদন

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

শহিদুল আলমের আটকের প্রচারিত ছবির বিস্তারিত জানা গেল

ডেঙ্গু জ্বরে জবির সাবেক শিক্ষার্থী সানজিদার মৃত্যু

সার ডিলার নিয়োগ নীতিমালা পেছানোর দাবি

প্রতি বছর ১ ফুট হারে তলিয়ে যাচ্ছে যে শহর

১০

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচ গুঁড়া মাখিয়ে দিলেন স্ত্রী

১১

ধর্ষণের অভিযোগ করার পর অভিযোগকারীকেই স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তার

১২

আ.লীগে যোগ দেওয়া রফিকুল এবার ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী

১৩

শহিদুলের ভিডিওবার্তা নিয়ে যে তথ্য দিল বাংলাফ্যাক্ট

১৪

মাঝ সমুদ্রে ভাসতে থাকা ২৬ জেলেকে উদ্ধার

১৫

কেন শুধু জাতীয় দলের হয়েই খেলতে চাইলেন রোনালদো?

১৬

যে শহরে দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

১৭

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

১৮

নির্বাচন কমিশনকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

১৯

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময় 

২০
X