বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের পা ধুইয়ে দিল শিক্ষার্থীরা

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের পা ধুইয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের পা ধুইয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষক আবদুল হালিম। বাড়ি থেকে বের হতেই সড়কে দেখতে পেলেন ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়ি। শিক্ষককে দেখেই বিদ্যালয়ের একঝাঁক প্রাক্তন শিক্ষার্থী এসে শুরু করলেন কদমবুচি।

তারপর শিক্ষক আবদুল হালিমকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আরোহণ করালেন ঘোড়ার গাড়িতে। ৭ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে গাড়িটি যখন রামুর পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলে পৌঁছল তখন শিক্ষককে বরণ করতে অন্যরকম উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

ফুল ছিটিয়ে, লাল গালিচায় হেঁটে বিদ্যালয় আঙিনায় পৌঁছাতেই চেয়ারে বসিয়ে শিক্ষকের পা ধোয়া শুরু করল শিক্ষার্থীরা। কারো হাতে পানির জগ, কারো হাতে সাবান, কারো হাতে তোয়ালে। শিক্ষকদের শ্রদ্ধা প্রদর্শনের অন্যরকম আয়োজনে একাকার বিদ্যালয় ক্যাম্পাস।

কেবল স্যার আবদুল হালিম নয়, বিদ্যালয়টির ৯ জন শিক্ষককে এভাবে শ্রদ্ধা-ভালোবাসা আর উৎসব আনন্দে ভাসিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে রামুর রশিদনগর ইউনিয়নের ননএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পানিরছড়া এসএইচডি মডেল হাইস্কুলে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসকে ঘিরে ব্যতিক্রমী এ আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে কেক কেটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষকদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সংবর্ধিত শিক্ষক আবদুল হালিম বলেন, সকালে আমি বিদ্যালয়ে আসার মুহূর্তে প্রাক্তন শিক্ষার্থীরা আমাকে কদমবুচি করে ও ফুলেল শ্রদ্ধা জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে যায়। পরে বিদ্যালয়ে প্রবেশ পথে লাল গালিচা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে শিক্ষার্থীরা আমার পা ধুইয়ে দেয়। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আমার মতো বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে এভাবে বিরল সম্মানে সম্মানিত করেছে। শিক্ষার্থীদের এ ধরনের শ্রদ্ধা ভালোবাসায় আমার মন ভরে গেছে। শিক্ষক হিসেবে এতবড় সম্মান জীবনে কখনো পাইনি। আজ আমি গর্বিত, আনন্দিত। এ সম্মান শিক্ষক হিসেবে ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নেয়ার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।

পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ওমর শওকত বলেন, আজ যেভাবে প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের শ্রদ্ধা-সম্মান প্রদর্শন করল, তা এ অঞ্চলে অনন্য নজির হয়ে থাকবে। আজকের এ আয়োজন দেখে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করতে উদ্বুদ্ধ হবে। এ ছাড়া শিক্ষকরাও এর ধরনের শ্রদ্ধা অর্জনের মাধ্যমে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত শিক্ষক সম্মাননা প্রদান ও আলোচনা সভায় সংবর্ধিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের নির্বাহী পরিচালক ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম, প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ওমর শওকত, সহকারি শিক্ষক মোবারক হোসেন, ফারুক উদ্দিন, সাহেদ কামাল, রিদুয়ানুর রহমান, সাহাব উদ্দিন, মোহাম্মদ সোহেল, আবু সাজ্জাদ, জাহানারা বেগম, পারভীন আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া তাবাচ্ছুম উষা ও ইউসা বিনতে মুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এস এম হেলাল উদ্দিন, নুরুল আমিন ও এনামুল হক, শিক্ষার্থী লিজা আলম, লুৎফা সাদিয়া লিজা, নাছরিন সুলতানা লাকি, উম্মে তাবাচ্ছুম নুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১০

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১১

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১২

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৩

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৪

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৫

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৬

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৭

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৮

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৯

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

২০
X