মুন্সীগঞ্জের সীমানাধীন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনের মধ্যে সুমনা (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সুমনা গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদি গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী। এদিকে ট্রলারডুবি ঘটনায় নিহত সুমনার দুই মেয়ে ও তার ভাই, ভাগনেসহ আরও পাঁচজন নিখোঁজ রয়েছে।
নিখোঁজরা হলেন সুমনার দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেদৌস (৩), তার ভাই সাব্বির হোসেন (৪২), ভাগনে ইমাত হোসেন (২) ও ননদ মারওয়া (৬)।
এদিকে সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌপুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
শুক্রবার সন্ধ্যায় সীমানাধীন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়া ঘাটে এই দুর্ঘটনা ঘটে। ট্রলার চালকসহ ১২ জন যাত্রী ছিল। এর মধ্যে ছয়জনকে ঘটনার দিন শুক্রবার জীবিত উদ্ধার করা হয়েছে।
তারা হলেন সিপা মনি (৬), মফিজুল ইসলাম (৪০), রিয়াদ হোসেন (২১), তাহিয়া (১০) আকলিমা (৪২) ও ট্রলার চালক রফিকুল ইসলামকে (৪০)।
ঘটনার পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিটিএ ঘটনাস্থলে এসেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে শনিবার সকাল ৬টা থেকে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোস্তফা মহসিন জানান, সকালে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলবে। তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান পরিচালনা ব্যাহত হচ্ছে।
মন্তব্য করুন