সকল জল্পনা কল্পনা শেষে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি।
রোববার (৮ অক্টোবর) রাতে কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।
আহ্বায়ক কমিটিতে আফসার মিয়াকে আহ্বায়ক ও রাশেক রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৬৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
মন্তব্য করুন