দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদক কারবারিকে আটক করেছে খানসামা থানা পুলিশ। রোববার (৮ অক্টোবর) উপজেলার জিয়া সেতুর পশ্চিমপাড় (ঘাটপাড়) এলাকা তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি চিত্ত রঞ্জন রায়ের নেতৃত্বে এসআই তছিরসহ সঙ্গীয় ফোর্স ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খানসামা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের মেকানিক ও দিনাজপুরের সদর উপজেলার বনতরা গ্রামের মৃত মোখলেছার রহমানের ছেলে আল ফারুক (৩০) এবং খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের পানুয়াপাড়ার বেলাল হোসেনের ছেলে আবু সাঈদ (২৮)।
খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, তাদের মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন