বরগুনায় শিরিন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিরিন দক্ষিণ সোনাখালী গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।
স্থানীয় ও পরিবারের স্বজনরা জানায়, প্রায় ছয় মাস ধরে শিরিন মানসিক রোগে ভুগতেছিলেন। বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করানো হয়েছিল। সোমবার ১২টার দিকে জাহাঙ্গীরের ছোট ভাইয়ের স্ত্রী সালমা ঘর ঝাড়ু দিতে গিয়ে শিরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।
স্থানীয় ইউপি সদস্য মাইনুদ্দিন ময়না বলেন, শিরিন প্রায় দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগতেছিলেন। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোও হয়েছিল। আজকে খবর পেয়ে শিরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে বরগুনা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে শিরিনের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বরগুনা থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। বরগুনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন