কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কালভার্ট বন্ধ করে মাছ চাষ, পানিবন্দি ৪০০ পরিবার

কিশোরগঞ্জে সরকারি কালভার্ট বন্ধ করে মাছ চাষ করার পানিবন্দি ৪০০ পরিবার। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে সরকারি কালভার্ট বন্ধ করে মাছ চাষ করার পানিবন্দি ৪০০ পরিবার। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে পানি সঞ্চালনের জন্য সরকারের দেওয়া কালভার্টের মুখ বন্ধ করে মাছ চাষ করায় পানিবন্দি হয়ে পড়েছে দুই গ্রামের প্রায় চারশ পরিবার। সদর উপজেলার ১১নং দানপাটুলি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহিষবেড় ও পাইকপাড়া গ্রামের ৪০০ পরিবারের প্রায় সাত ৬ হাজার মানুষ চার দিন ধরে পানিবন্দি রয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকালে দ্রুত কালভার্টের মুখ খুলে দেওয়ার দাবি জানিয়ে মহিষবেড় গ্রামে মানববন্ধন করেছে দুই গ্রামের শতাধিক লোকজন। প্রতিকার চেয়ে গত ৮ অক্টোবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মানববন্ধনে ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, ‘গত ছয় বছর ধরে কিছু অসাধু মাছ চাষি মহিষবেড় ও পাইকপাড়া গ্রামের কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে গ্রামের চারদিকে মাছ চাষের ফিসারি দিয়েছে। ফিসারির পাড় তৈরি করার জন্য সরকারের দেওয়া পানি সঞ্চালনের কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছে। যার কারণে অল্প বৃষ্টিতে এলাকা পানির নিচে তলিয়ে যায়।’

সাবেক ইউপি সদস্য দিলীপ চন্দ্র বর্মণ বলেন, ‘অসাধু মাছ ব্যবসায়ীদের চক্রের কারণে এলাকাবাসী পানিবন্দি হয়ে রয়েছে। এই ওয়ার্ডে তিনটি মসজিদ, একটি মন্দির, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। পানির সঞ্চালন বন্ধ থাকায় রাস্তা তলিয়ে গেছে। যার কারণে মসজিদে নামাজ আদায় করা, মন্দিরে প্রার্থনা করা, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা বাধাগ্রস্ত হচ্ছে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘কালভার্ট বন্ধ থাকায় জলাবদ্ধতার কারণে এলাকার শিশুদের পানিতে পড়ে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। পানির নিচে থাকায় রাস্তা ভেঙে যাচ্ছে। বেশ কয়েকবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে সমাধানের চেষ্টা করেও সমাধান হয়নি। ছোট-বড় পাঁচটি সরকারি কালভার্ট মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে মাছ চাষিরা। শুধু তাই নয়, রেলওয়ের ব্রিজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে তারা।’

স্থানীয় বাসিন্দা মো. মজলু মিয়া বলেন, ‘ফিসারির কারণে জলাবদ্ধতা নিরসনের জন্য সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে ফিসারির মালিকদের নিয়ে ৪টি সালিশি বৈঠক হয়েছে। সালিশ বৈঠক করা হলেও এর সমাধান হয়নি। এখন অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রান্না করে খাওয়া-দাওয়া করা যাচ্ছে না। রান্নার চুলায় পানি প্রবেশ করেছে। নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে ভয় হয়। মাঝে মাঝে পড়ে গিয়ে আহত হয়েছে এলাকার অনেক মানুষ। স্কুল মাদ্রাসায় যেতে না পারায় শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ রয়েছে।’

পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধের অভিযোগ অস্বীকার করে মৎস্য চাষি নজরুল মিয়া বলেন, ‘আমি চার বছর ধরে মাছ চাষ করে আসছি। এর আগে যারা মাছ চাষের দায়িত্বে ছিলেন তারা পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দিয়েছেন। খোলার প্রয়োজন হলে এখনই খুলে দেব।’

মৎস্য চাষি হুমায়ুনও কালভার্ট বন্ধের অভিযোগ অস্বীকার করেছেন।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজু মিয়া বলেন, ‘এলাকায় অপরিকল্পিতভাবে ফিসারিগুলো করা হয়েছে। বিভিন্ন সময় মাছ চাষিদের নিয়ে বসে সমাধান করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছি। বর্তমানে ভারী বৃষ্টি হওয়াতে সমস্যাটা বড় আকার ধারণ করেছে। পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করা হচ্ছে।’

১১নং দানাপাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া বলেন, ‘পানি নিষ্কাশনের বিষয়টি প্রশাসনের মাসিক সভায় উত্থাপন করেছি। শুধু মহিষবেড় ও পাইকপাড়া নয়, অনেক স্থানে এমন অবস্থা বিরাজ করছে। আমি অনেকবার কালভার্ট ও খাল খনন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। উপজেলা নির্বাহী অফিসারকে পানিবন্দির বিষয়টি জানানোর পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তদন্ত কমিটির কোনো দেখা মিলেনি। স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমি ফিসারির মালিকদের সঙ্গে কথা বলে সমাধনের চেষ্টা করব।’

এদিকে অভিযোগের বিষয়টি জানা নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মর্কতা মোহাম্মদ আলী সিদ্দিকী। তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কালভার্ট বন্ধ করে দেওয়া ও পানি নিষ্কাশনে যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। মহিষবেড় ও পাইকপাড়া গ্রামের পানি নিষ্কাশনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১০

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১১

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১২

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১৩

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৪

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৬

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৭

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৮

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৯

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X