নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘আসেন দিবানি, ঠিক করে নিবানি' সাংবাদিককে মাউশি কর্মচারী

আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত
আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি শুধু নিজে অনিয়ম-দুর্নীতিতে সিদ্ধহস্ত নন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অন্যের অনিয়ম ঢাকতেও বেশ পটু। বদলি, এমপিওভুক্তকরণ প্রক্রিয়া, বিভাগের অন্যদের অপরাধে সহায়তা ও অপরাধ ধামাচাপা দেওয়া, স্বেচ্ছারিতা ও ঘুষ বাণিজ্যে বেপরোয়া তিনি। প্রায় দুই দশক একই কার্যালয়ে কর্মরত থাকায় কর্মকর্তারাও তার কব্জায় বলে প্রচার করেন তিনি নিজেই। তবে মোটা অঙ্কের অর্থ দিয়েও তার ফাঁদে পড়ে বিপদে পড়েছেন অনেকেই। অথচ, জেলার পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রামের মো. ইসমাইল গাজীর ছেলে মো. আনোয়ারুল ইসলাম এখন নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম ২০০৪ সালে এমএলএসএস পদে চাকরিতে যোগদান করেন। ২০১৪ সালে তিনি অফিস সহকারী পদে পদোন্নতি পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এক ভাইকে একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দেন জন্ম তারিখ জাল করে। তার ভাই মো. আমিরুল ইসলামের জন্ম ১৯৮৬ সালে কিন্তু চাকরিতে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ ১৯৮৬ এরস্থলে জাল জালিয়াতির মাধ্যমে ১৯৯২ সাল করিয়েছেন। আমিরুল ইসলামের এনআইডি নম্বর ৬৪৩৮৬২৬২৫৮ পরীক্ষা করলেই জালিয়াতির প্রমাণ মিলবে।

সূত্র মতে, রূপসা উপজেলার শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিনকে এমপিও সুবিধা দেওয়ার উদ্দেশে ১০ লক্ষাধিক টাকার বিনিময়ে যশোর শিক্ষা বোর্ডের এক কর্মকর্তার স্বাক্ষর জাল করে অতিরিক্ত শ্রেণি শাখা তৈরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফরিদা ইয়াসমিনের বিষয়ভিত্তিক বাংলা ও ইংরেজিতে তিনশ’ নম্বর না থাকার কারণে তার আবেদনটি সাতবার বাতিল হলেও গত নভেম্বরের এমপিওভুক্ত করিয়েছেন অফিস সহকারী আনোয়ার।

অভিযোগ রয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ে একক আধিপত্য রয়েছে এই অফিস সহকারীর। মাধ্যমিক বিদ্যালয়/মহাবিদ্যালয় জাতীয়করণে তিনি সিদ্ধহস্ত। গত নভেম্বরে জুটমিলসের ৫টি প্রতিষ্ঠান জাতীয়করণের শর্ত মোতাবেক পরিদর্শন প্রতিবেদন প্রণয়ননে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেবার গুঞ্জন রয়েছে।

সাধারণ শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, সহকারী শিক্ষকদের পাসপোর্ট, বিদেশ ভ্রমণসহ জিপিএফ ঋণ অনুমোদনের ক্ষেত্রে অনৈতিক সুবিধা ছাড়া ফাইল ছাড়েন না অফিস সহকারী আনোয়ার। এ ছাড়াও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে আর্থিক সুবিধা আদায় এখন আর গোপন কিছু নয়। পেনশন ল্যাম্পগ্রান্ড করণের মূল দায়িত্ব নাজমা খাতুনের হলেও আনোয়ারের ইচ্ছের বাইরে কিছুই করার সক্ষমতা নেই। পারিবারিক পেনশন, জিপিএফ চূড়ান্ত উত্তোলন, পেনশন মুঞ্জুরি, ল্যাম্পগ্রান্ড মুঞ্জুরিসহ বেশ কিছু কাজে কোথা থেকে নিয়মিত অর্থ নেন অফিস সহকারী আনোয়ার।

একই অফিসে কমর্রত একাধিক কর্মচারী নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, অফিস সহকারী আনোয়ার অর্থ আদায়ে যেমন পটু, তেমনই তিনি তা হজম করতেও সিদ্ধহস্ত। নামে বেনামে বহু সম্পদ সম্পত্তির মালিক তিনি। তারা জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম দিকে তালাবিদে সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী দিদার মোড়লকে গাঁজার গাছসহ গ্রেপ্তার করেছিল পুলিশ (যার মামলা নং-০৩, ০৪-১১-২০২২)। বিষয়টি আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার জানার পর অর্থের বিনিময়ে কতিপয় কর্মকর্তাদের ম্যানেজ করে মাউশি কর্তৃপক্ষকে অবহিত করেননি। এভাবে বহু অপকর্ম মোটা অঙ্কের বিনিময়ে আঁড়াল করেন আনোয়ার।

বাগেরহাট জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক কাম ক্লার্ক মো. আল মুরাদের সাথে অফিস সহকারী মো. শাহ আলম জমাদ্দার ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছিল। হাতাহাতির একপর্যায়ে রডের আঘাতে আল মুরাদের মাথা রক্তাক্ত জখম হয়। এ ঘটনাটিও বিভাগের ঊর্ধ্বতনদের জানতে দেননি তিনি।

এসব বিষয়ে জানতে মাউশি খুলনার আঞ্চলিক কার্যালয়ের অফিস সহায়ক মো. আনোয়ারুল ইসলামের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, ‘ভাই নিউ মার্কেটে আসেন এক সাথে কথা বলি চা খাই। দিবানি সমস্যা নাই। আসেন দুই ভাই ঠিক করে নিবানি। আমরা তো ভাই ভাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি : শরীফ উদ্দিন 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

‘এশিয়া কাপ জিতবে ভারত’

মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি : বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত

যে যাকে ভালোবাসে হাশরের ময়দানে তাকে পাবে?

বন্ধ হচ্ছে কুমিল্লার সেই ইউটার্ন

দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও ১২ মৃত্যু

যে কারণে অভিনয় ছেড়ে জ্যোতিষী হলেন টিউলিপ

‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির আদালতে 

১০

লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস রেলে উঠেছে, ঢাকা থেকে দেরিতে ছাড়ছে ট্রেন

১১

সাংবাদিক বিভুরঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন

১২

মেসিদের সফরে ভারতের বিশাল খরচ, কত টাকা লাগছে আর্জেন্টিনাকে আনতে?

১৩

আইটেম গানে নুসরাতের বাজিমাত

১৪

সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ

১৫

বিয়ের আগে প্রবাসীর জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়

১৬

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে রমরমা বাণিজ্য

১৭

ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

১৮

অল্পের জন্য রক্ষা পেলেন দুই ট্রেনের হাজারো যাত্রী

১৯

আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরেছেন তারকা ফুটবলার

২০
X