ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘আমেরিকার স্যাংশনে দুই পয়সার দাম নেই। এসব স্যাংশনে তারেক জিয়াদের সমস্যা হবে। আপনাদের ও আমাদের মতো সাধারণ মানুষদের জন্য স্যাংশনে কিছু আসে যায় না।’
বুধবার (১১ অক্টোবর) বিকেলে ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী মহিলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘তারা এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকা স্যাংশন দিয়েছিল। পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেন আমেরিকার সরকার।’
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।’
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী সদর উপজেলার ১০৮টি ওয়ার্ডে উঠান বৈঠক সফল করার লক্ষে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, সহসভাপতি আঞ্জুমান আরা গিয়াস খুকু ও শামীম আক্তার, মহিলা সম্পাদক সেলিনা আক্তার শেলি, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনা, ফেনী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোৎস্না আরা জুসি, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিনু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি।
উল্লেখ্য ফেনী সদর উপজেলার ৯টি গ্রুপে নারী নেত্রীদের অংশগ্রহণে মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে উপজেলার ১২ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক শুরু করার কথা রয়েছে।
মন্তব্য করুন