মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতাকর্মীর নামে মামলা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতার নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির নুরুল আমিন চৌধুরীকে প্রধান আসামি এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির ও জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদীসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া এই মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াহেদপুর ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আবু বক্কর (৫০), কাজী কফিল উদ্দিন লতিফী (৫০) ও শাহাব উদ্দিন (৪৫)।

জানা গেছে, মঙ্গলবার সকালে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড এলাকায় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, জামায়াত নেতা ও আলেম ওলামাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে তারা মিছিল শেষ করে চলে যায়।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ারোড এলাকায় ঢাকামুখী লেনে এজাহারনামীয় ১ ও ২নং আসামির নেতৃত্বে অতর্কিত একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত ও গাড়ি ভাংচুর করে অরাজগতা সৃষ্টি করে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

তিনি বলেন, এ ঘটনায় আব্দুল আজিজ নামে আওয়ামী লীগের এক নেতা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা (যার নম্বর-১০) করেছেন। মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

৩৬ ঘণ্টার হরতাল চলছে

নাশতার জন্য সেরা ১২ খাবার

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক

ক্যানটিন থেকে তুলে নিয়ে রাবির ২ শিক্ষার্থীর ওপর হামলা

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

সেলস অ্যাডমিন বিভাগে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১০

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৫

১১

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

২০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

১৫

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

তারেক রহমানের জন্মদিন আজ

১৮

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ৪

১৯

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

২০
X