মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতাকর্মীর নামে মামলা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতার নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির নুরুল আমিন চৌধুরীকে প্রধান আসামি এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির ও জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদীসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া এই মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াহেদপুর ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আবু বক্কর (৫০), কাজী কফিল উদ্দিন লতিফী (৫০) ও শাহাব উদ্দিন (৪৫)।

জানা গেছে, মঙ্গলবার সকালে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড এলাকায় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, জামায়াত নেতা ও আলেম ওলামাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে তারা মিছিল শেষ করে চলে যায়।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ারোড এলাকায় ঢাকামুখী লেনে এজাহারনামীয় ১ ও ২নং আসামির নেতৃত্বে অতর্কিত একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত ও গাড়ি ভাংচুর করে অরাজগতা সৃষ্টি করে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

তিনি বলেন, এ ঘটনায় আব্দুল আজিজ নামে আওয়ামী লীগের এক নেতা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা (যার নম্বর-১০) করেছেন। মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১০

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১১

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১২

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৩

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৪

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৫

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৬

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৭

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৮

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৯

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

২০
X