‘ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ স্লোগানকে সামনে রেখে জলবায়ু রক্ষার বার্তা নিয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে ভারতের আগরতলার ১৬ সদস্যের সাইক্লিস্ট দল। কুমিল্লার সাইক্লিস্ট দল, ব্রাহ্মণবাড়িয়া রানার্স, আখাউড়া রানার্সের সদস্যরা স্থলবন্দরে তাদের স্বাগত জানায়। ভারত থেকে আসা দল ও কুমিল্লার সাইক্লিস্টরা মোট পাঁচ জেলায় জলবায়ু রক্ষাসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কাজ করবে।
সকাল ১০টার দিকে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজে ওই দলটি তাদের প্রথম প্রচারণা শুরু করেন। সেখানে কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদ সারোয়ার, ভারতের সাইক্লিস্টদের পক্ষে দেবব্রত বক্তব্য রাখেন। এরপর দলটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা হয়ে নবীনগর-বাঞ্ছারামপুর পথ ধরে নারায়ণগঞ্জ যায়। সেখান থেকে ঢাকা হয়ে কুমিল্লা ও চাঁদপুরে যাবেন তারা। কুমিল্লায় একটি মাদকবিরোধী সমাবেশে তাদের অংশগ্রহণের কথা রয়েছে। কুমিল্লার বিবির বাজার বন্দর দিয়ে আগামী ১৬ অক্টোবর ভারতীয় দলটির দেশে ফেরার কথা রয়েছে। কুমিল্লার সাইক্লিস্টরাও ওই সময় পর্যন্ত তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবে।
আখাউড়া রানার্সের মো. মাহমুদুর রহমান বলেন, ভারতীয় সাইক্লিস্টদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি তাদের এ উদ্যোগ মানুষের মাঝে জলবায়ুসহ অন্যান্য বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সহায়তা করবে।
ব্রাহ্মণবাড়িয়া রানার্সের আলী আহাদ রতন বলেন, ভারতীয় দলটির সঙ্গে আমার আগে থেকেই যোগাযোগ ছিল। তারা যেন শহীদ স্মৃতি কলেজ থেকে প্রচারণা শুরু করেন সেটা বলে রেখেছিলাম। আমারা তাদের এ উদ্যোগের সফলতা কামনা করি।
ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া ত্রিপুরা আর্ট কলেজের সহকারী অধ্যাপক গোপেশ দেবনাথ বলেন, সম্প্রতি জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ‘ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ নিয়ে কথা হয়। এরই আলোকে আমাদের এ প্রচারণার চিন্তা। আমরা ভিন্ন দেশে বাস করলেও পৃথিবী কিন্তু আমাদের একটাই। এটার ভবিষ্যৎ রক্ষায় আমাদেরই কাজ করতে হবে।
মন্তব্য করুন