লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া এলাকায় ভাতিজাদের লাঠির আঘাতে চাচা মোজাফফর হোসেনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) ঢাকা হৃদরোগ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩ অক্টোবর নিজ বাড়িতে ভাতিজাদের লাঠির আঘাতে গুরুত্বর আহত হন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাফফর হোসেনের (৬৫) সঙ্গে ভাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের জমি নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। গত ৩ অক্টোবর এ নিয়ে চাচার সঙ্গে ভাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের তর্ক শুরু হয়। এক পর্যায়ে লিখন ও লিমন তাদের চাচাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে।
এতে তিনি গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরও তার অবস্থা আশঙক্ষাজনক হলে ঢাকা হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় মোজাফফর হোসেনের ছোট পুত্র সুজন ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পরেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘মামলা অনুযায়ী ঘটনা তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন