যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এই সরকারের নেতৃত্বে থাকবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। আসন্ন নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধান যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হন তাহলে গোটা প্রশাসন যন্ত্র তার অধীনেই কাজ করবে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে পীরগাছা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই বিশেষ করে অন্তর্বর্তীকালীন সময়ে প্রধানমন্ত্রী ছাড়া তত্ত্বাবধায়কের আদলেই হোক, আর যে কোনো নির্বাচনী সরকারের আদলেই হোক একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন হতে হবে। টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, বিজিবি, বিভাগীয় কমিশনার, র্যাব, সেনাবাহিনী সবাই ওই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক প্রধানের নেতৃত্বে থাকবে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল একটা অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন চাই। যেখানে ভোটাররা প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচন করবে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজ এই সম্মেলনে রংপুর-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী হিসেবে বর্তমান পীরগাছা উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মাহবুবার রহমানের নাম ঘোষণা করা হলো। আপনারা আজ থেকেই তার জন্য নির্বাচনী কাজ শুরু করে দিন। এই আসন আমাদের পুনরুদ্ধার করতে হবে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মাহবুবার রহমানের সভাপতিত্বে ওই সম্মেলনে বক্তব্য রাখেন, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপা নেতা লোকমান হোসেন, সাজ্জাদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম, জাহেদুল ইসলাম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি ইসমাইল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক রওশন জামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে কণ্ঠভোটে আবু নাসের শাহ মাহবুবার রহমানকে পুনরায় সভাপতি, আলহাজ আব্দুর রশিদ সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. দুলাল মিয়াকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
মন্তব্য করুন