সরকারি কর্মকর্তাদের ‘খবরদারিতে’ জাতীয় সংসদে ক্ষোভ ঝাড়লেন বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ।
গতকাল মঙ্গলবার (২০ জুন) বিকেলে চলতি বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘সচিবরা মন্ত্রীদের কথা শোনে না। প্রধানমন্ত্রী ওদের সামলান। কারণ এরা সুবিধাবাদী। বাতাস যেদিকে, ওরা সেই দিকে। আমাদের ডিও লেটারের ওদের কাছে কোনো মূল্য নেই! তাদের ডিও লেটারে দ্রুত কাজ হচ্ছে। তারা মন্ত্রীদের কথা শুনছে না।’
জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য হাফিজ উদ্দীনের সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বুধবার সারাদিন ঠাকুরগাঁও ছিল আলোচনামুখর।
হাফিজ উদ্দীন বলেন, ‘এই বাজেটে আমলারাই লাভবান হবেন। তাদের দ্বারা তৈরি বাজেটে সাধারণ মানুষের দুঃখ-দুদর্শা বাড়বে। এই বাজেট গণমুখী বাজেট নয়। নির্বাচনের বছরে ভেবেচিন্তে বাজেট প্রণয়ন করা উচিত ছিল। এই বাজেটে তারাই লাভবান হবেন।’
তিনি বলেন, ‘বেগমপাড়ায় কারা বাড়ি তৈরি করেছে? ৭০ ভাগ আমলারাই সেখানে বাড়ি বানিয়েছেন। দুর্নীতি আর লুটপাট মহোৎসব শুরু হয় জুন মাসে। এটি বন্ধের দাবি জানান তিনি।
বতর্মান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সবশেষে তিনি ঠাকুরগাঁওয়ে বন্ধ বিমানবন্দর পুনরায় চালুসহ ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে ইকোনমি জোন স্থাপনের দাবি জানান।
প্রসঙ্গত, গত বছরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে দবিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন- ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা), ডিসি তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করেন, সেটাই চলে।
মন্তব্য করুন