সিরাজগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুজনেরই নাম আল-আমিন। তারা সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের ঠান্ডুর ছেলে নাম আল-আমিন (৩২) ও একই গ্রামের ছেলে ফরহাদ খানের ছেলে আল-আমিন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছামতি গ্রামের হায়দার গ্রুপ ও বাচ্চু গ্রুপের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ইছামতি গ্রামের আসাদ শেখের বাড়ির সামনে হায়দার গ্রুপের লোকজন বাচ্চু গ্রুপের সমর্থক দুই আল-আমিনের ওপর হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঠান্ডুর ছেলে আল-আমিন মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ভোরে ফরহাদ খানের ছেলে আল-আমিন মারা যান।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, হায়দার গ্রুপ আর বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গতকাল রাত থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন