বগুড়ার নন্দীগ্রামে তৌহিদা খাতুন (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাটরা ইউনিয়নের বিলশা গ্রামের সাইকেল মেকার তোফাজ্জল হোসেনের মেয়ে।
শুক্রবার (২০ অক্টোবর) নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিশোরীর বাবা তোফাজ্জল হোসেন দাবি করেন, তার মেয়ে রাগী ছিল। ছোট বোন তামান্না মাঝেমধ্যেই প্রতিবেশী শিশুদের সঙ্গে ঝগড়া করত। এ নিয়ে প্রতিবেশী শিশুর অভিভাবকরা ছোট বোনের ব্যাপারে বড়বোন তৌহিদাকে অভিযোগ দিতেন। ছোট বোনকে ঝগড়া থেকে বিরত করতে না পেরে তৌহিদা বলত, ‘মা মরে গেছে, আমিও তোকে ছেড়ে চলে যাব’- এ কথাগুলো ছোট বোনকে বলে বুঝানোর চেষ্টা করত। গত বুধবার রাতে দুই বোনের ঝগড়া হয়। তৌহিদা পরিবারের সবার অজান্তে ঘরের বারান্দার খুঁটির সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
ওসি মো. আনোয়ার হোসেন জানান, পরিবারের দাবি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন