খুলনার রূপসা উপজেলার আলাইপুর এলাকায় ভিসন এশিয়া জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পূর্ব-উত্তর কোণা থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ভিসন এশিয়া জুট মিল এ অঞ্চলের একটি বড় পাটজাত পণ্য প্রক্রিয়া করার কারখানা। এখানে পাট থেকে সূতা ও পাটজাত মালামাল উৎপাদন করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব-উত্তর কোণায় বৈদ্যুতিক খুঁটি থেকে পাট প্রক্রিয়া করার প্রথম শেড যা গোডাউন হিসেবে ব্যবহারিত হয় সেখানে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পরে আশপাশের লোকজনসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
খুলনা ফায়ার সার্ভিসের সহাকরী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা সদর, রূপসা ও তেরখাদা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি তবে অনেক আর্থিক ক্ষতির সম্ভাবনা করা হচ্ছে।
মন্তব্য করুন