কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড়ি এলাকা থেকে বন্যহাতির আক্রমণে নিহত অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আক্টোবর) রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকা থেকে রাতে পুলিশ ও বনবিভাগ লাশটি উদ্ধার করে।
রোববার (২২ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছর।
স্থানীয় লোকজন ও বনবিভাগ জানায়, পাগরিবিল এলাকায় রাতে পাহাড়ের পাদদশে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে অভিহিত করে স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ লাশটি উদ্ধার করে। চকরিয়া থানার এসআই কামরুল ইসলাম লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
এ দিকে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেরাজ উদিন বলেন, ‘বনবিভাগের রিজার্ভ এলাকা মানুষের আনাগোনা কম ছিল বিধায় লোকটি হাতির আক্রমণের কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘হাতির পায়ের পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
মন্তব্য করুন