আট বছর আত্মগোপনে থাকার পর যুদ্ধাপরাধ মামলার আসামি বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৮টায় জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে সদর উপজেলার হরিণাকান্দা থেকে গ্রেপ্তার করে।
জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ২০১৫ সালের ১ এপ্রিল মুক্তাগাছা থানায় মামলাটি দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী, যার নম্বর ৫১। ওই বছরের ৯ ডিসেম্বর আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ৯ আসামির দুজন মৃত্যুবরণ করেন, ৫ জন আটক হন এবং বাকি দুজন পলাতক।
পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তারের বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা সব পলাতক আসামি গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে আজ বেলায়েতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
মন্তব্য করুন