রাজবাড়ীতে পুলিশ সেজে মহাসড়কে গাড়ি থামিয়ে তল্লাশি করার সময় রফিকুল ইসলাম সজিব (৪১) নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, রফিকুল শুধু গাড়িই নয়, বিভিন্ন ব্যক্তিকেও তল্লাশি করতেন। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ২২ অক্টোবর বিকেলে রফিকুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ডিএমপির লোগো লাগানো একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করে।
জানা গেছে, রফিকুল বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, রোববার বিকালে রফিকুল গোয়ালন্দের দৌলতদিয়া ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশ সেজে সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করছিল। সজিব একজন প্রতারক। তার নামে পূর্বেও একটি প্রতারণা মামলা রয়েছে। তিনি নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেন।
তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মন্তব্য করুন