নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর সদস্যরা। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন ও একই এলাকার ফেরদৌস হোসেনের ছেলে শয়ন হোসেন এবং মাহমুদপুর গ্রামের রাশেদুল হকের ছেলে আশিক আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিকের মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। বিষয়টি নিয়ে র্যাব তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে মঙ্গলবার ভোরে থুপশহর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের শরীর তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন