কক্সবাজার টেকনাফ-সেন্টমার্টিন ঘূর্ণিঝড় হামুনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর ৬ নম্বর বিপদ সংকেত জারি করায় সেন্টমার্টিনের লোকজনকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য মাইকিং করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে দ্বীপে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে জানান সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, এদিকে আটকেপড়া প্রায় দেড় শতাধিক শতাধিক পর্যটক হোটেল মোটেলে আশ্রয় নিয়েছেন। তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলে অবস্থান করার জন্য উপজেলা প্রশাসন নির্দেশ দিয়েছেন। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজের মাধ্যমে তাদেরকে টেকনাফ নিয়ে আসা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিনের জান, মাল, রক্ষার্থে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। দ্বীপে অবস্থানরত কোস্টগার্ড নৌ বাহিনী, বিজিবি, পুলিশ, ও ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা দেখভাল করছেন। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে উপজেলা কন্ট্রোল রুমে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন