দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার এ ক্রিকেটারের নিজ জেলা ময়মনসিংহে মিষ্টি বিতরণ ও আনন্দ র্যালি করেছে ভক্তরা। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের তেঁতুলতলা স্কেটিং চত্বরে এ মিষ্টি বিতরণ করা হয়।
ক্রিকেট বাঁচাও আন্দোলন, ময়মনসিংহ এর ব্যানারে সেঞ্চুরি উদযাপন ও মিষ্টি বিতরণে ছিলেন এস এম রায়হান, আদর আল আমিন, অ্যাড. কামরুল ইসলাম, কবি কাঙ্গাল শাহীন, হাসনাইন সাকিব, নাদিম হোসেনসহ রিয়াদভক্তরা।
মিষ্টি বিতরণ সম্পর্কে জানতে চাইলে এস এম রায়হান জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাহাড়সম রান তাড়া করতে নেমে যখন বাংলাদেশ দলের প্রায় সবাই আউট হয়ে সাজঘরে ফিরেন তখন দলকে তীরে ভেড়াতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে গেছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। ১১১ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে আসায় আমরা মিষ্টি বিতরণ করে তার সেঞ্চুরি উদযাপন করেছি।
মন্তব্য করুন