সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে বিএনপি নেতা আটক

বিএনপি নেতা জাবেদ আহমেদ। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা জাবেদ আহমেদ। ছবি : সংগৃহীত

সিলেটে জাবেদ আহমেদ নামে এক বিএনপি নেতাকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

জানা গেছে, জাবেদ মইয়ারচর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমের ভাতিজা।

জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জাবেদ সাজাপ্রাপ্ত আসামি।

এদিকে ২৮ অক্টোবর রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপির অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় গিয়ে পৌঁছেছেন। তবে এবারের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য তারা ভিন্ন কৌশল অবলম্বন করছেন বলে জানা গেছে। সিলেট বিএনপির নেতাকর্মীরা জানান, প্রতিবার ঢাকায় কর্মসূচিতে যাওয়ার সময় যানবাহন বন্ধ থাকে। পথে পথে তল্লাশিসহ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন তারা। সে কারণে এবার তারা মহাসমাবেশের আগেই ঢাকায় যাচ্ছেন। এছাড়া বাস বা কোনো যানবাহন রিজার্ভ করে একসঙ্গে তারা ঢাকায় যাচ্ছেন না।

নেতাকর্মীরা বলছেন, আবাসিক হোটেলে থাকলে পুলিশ অভিযান চালিয়ে আটক করতে পারে এই বিষয়টি চিন্তা করে তারা বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতে উঠছেন অনেকেই। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলার ১৮টি ইউনিটের ৮ থেকে ১০ হাজার নেতা-কর্মী মহাসমাবেশে যোগ দেবেন। এর বাইরে মহানগর বিএনপির আরও কয়েক হাজার নেতা-কর্মী ঢাকায় যাবেন। সবাই ব্যক্তিগতভাবে একক ও দলবদ্ধভাবে ট্রেন বা যাত্রীবাহী বাসে ঢাকায় যাচ্ছেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ব্যক্তিগতভাবে সবাইকে নিজেদের মতো করে ঢাকায় যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বাস রিজার্ভ করে নয়, সবাই আলাদা আলাদাভাবে ঢাকায় যাওয়া শুরু করেছেন। শুক্রবার রাতের মধ্যেই সবাই ঢাকায় পৌঁছে যাবেন। সিলেটের কয়েকটি উপজেলার নেতারা জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। সবাইকে ব্যক্তিগতভাবে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী তৃণমূলের নেতা-কর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে চলে গেছেন, কেউ কেউ পথে আছেন। জেলা ও মহানগরের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসমাবেশকে সামনে রেখে সরকার দূরপাল্লার যানবাহন বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কায় আগেভাবেই অনেকে ঢাকায় যাচ্ছেন। কর্মসূচিতে জেলার প্রতিটি উপজেলা ও মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা যোগ দেবেন। এর বাইরে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও মহাসমাবেশে অংশ নেবেন। বাধা বিপত্তি ও পুলিশি হয়রানি এড়াতে সবাইকে আগেই ঢাকায় যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ঢাকায় যাওয়ার ব্যাপারে মুঠোফোনে সব সময় আলোচনা হচ্ছে। সবাই খণ্ড খণ্ড দলে নিজেদের মতো করে ঢাকায় পৌঁছাবেন। পরে নেতা-কর্মীরা একত্র হয়ে নির্দিষ্ট একটি জায়গায় মিলিত হয়ে মিছিল সহকারে সবাই মহাসমাবেশে যোগ দেবেন।

এদিকে মৌলভীবাজারে পুলিশ বিএনপির দুজনকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তারা হলেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মোস্তফাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু আহমদ এবং জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলী হোসেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন

ভারতের সাবেক হাইকমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামায়াত

সভাপতির অসহযোগিতায় নিয়োগ স্থগিত : শিক্ষার্থীদের বিক্ষোভ

নতুন পে-স্কেল নিয়ে সক্ষমতা যাচাইয়ের আহ্বান টিআইবির

অতীতে বিএনপি-জামায়াত সরকারে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয় নাই : চরমোনাই পীর

মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

সন্ধ্যা নদীতে নিখোঁজ কিশোর, ২৪ ঘণ্টা পর মিলল মরদেহ

জনগণের ভোটই ক্ষমতার উৎস :  মির্জা আব্বাস

দল ঘোষণার পরও বিশ্বকাপ বয়কটের নতুন বার্তা, খেলা জমিয়ে দিল পাকিস্তান

সৌদি আরবে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

১০

ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনতাই

১১

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

১২

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

১৩

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

১৪

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

১৫

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

১৬

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

১৭

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

১৮

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

১৯

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

২০
X