বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বরিশাল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

মহাসমাবেশকে কেন্দ্র করে বরিশাল বিএনপির ৯ নেতাকর্মীকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার দাবি করেছেন নগর ও জেলা বিএনপি নেতারা। ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জামাল হোসেন। বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব কাজী গোলাম কিবরিয়া মুন্না, সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন। উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ হোসেন এবং মহানগরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ খান। বিএনপির পদহীন নেতা শাহাদত খান ও সমর্থক সবুজ সিকদার।

বৃহস্পতিবার রাতে সুলতান শরীফকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং জামালকে জাগুয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, শুক্রবার ভোরে ঢাকার জগন্নাথ কলেজের সামনে থেকে গ্রেপ্তার হন কাজী গোলাম কিবরিয়া, ফারুক ও মহিউদ্দিন। লঞ্চ থেকে ঢাকায় নামার পর ওয়ারী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ‘সরকার যা করছে তাতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক, ভয় আছে। এজন্য তারা আগেভাগেই যে যার মতো করে কেউ গাড়িতে, কেউ লঞ্চ যোগে ঢাকায় পৌঁছে গেছে। আমরা বেশিরভাগ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছি। সরকার এবং প্রশাসনের হয়রানি থেকে রক্ষা পেতেই আগেভাগে ঢাকায় অবস্থান নেওয়া। তবে এখন পর্যন্ত মহানগরের কোনো নেতাকর্মী গ্রেপ্তারের খবর নেই বলে জানান তিনি।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, গৌরনদীর শাহাদতকে শুক্রবার দুপুর ১২টায় মাহিলাড়া বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৌরনদীর পোলট্রি ব্যবসায়ী বিএনপি সমর্থক সবুজ সিকদারকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের রহমত উল্লাহ জানান, শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী উজিরপুরের স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ হোসেন এবং শাহেদ খানকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম

আইসিসিকে আবারও চিঠি দিল বিসিবি, যা আছে তাতে

ফ্যাসিবাদী ব্যবস্থার পর ক্ষমতার কাঠামো বদলাতে এই নির্বাচন : নাহিদ 

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট পাচ্ছেন সেনেগালের ফুটবলাররা

জাপানে সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যে আহ্বান ইসলামী আন্দোলন আমিরের

ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মোবাইলে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেপ্তার

১০

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

১১

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১২

দিনে ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপন, রাতেই ভাঙচুর

১৩

অস্কারের মঞ্চে জায়গা পেল না কানে প্রশংসিত ‘হোমবাউন্ড’

১৪

খালিদুজ্জামানের ডিগ্রি বিতর্ক : বিএমডিসি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল

১৫

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

১৬

ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

১৭

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

১৮

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

২০
X