ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্টে শুক্রবার সকাল থেকেই র্যাব-পুলিশের চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথগুলোতে এ তল্লাশি চালানো হয়।
শুক্রবার কেরানীগঞ্জের হাসনাবাদ, কদমতলী ও বসিলা ঘুরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা যায়। এ ছাড়া বঙ্গবন্ধু মহাড়কের বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দিতে দেখা গেছে।
এদিকে শুক্রবার বিকেল থেকেই বুড়িগঙ্গার বিভিন্ন ঘাটে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ঘরে ফেরা মানুষ নৌকা বন্ধ করে দেয়ায় চরম বিরক্তি প্রকাশ করছে।
সন্ধ্যায় কদমতলীতে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ অতিরিক্ত ৩ প্লাটুন পুলিশ নিয়ে টহল দিলে রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ টহল আজও চলবে।
এদিকে রাজধানীর প্রবেশপথ হাসনাবাদ, কদমতলী, জিনজিরা ও ঘাটারচরে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানা আওয়ামী লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।
মন্তব্য করুন