রাজধানীতে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে গাজীপুরে মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার প্রবেশমুখে বিভিন্ন যানবাহনে বাড়ানো হয়েছে তল্লাশি। সম্ভাব্য নাশকতা এড়াতে তাদের এ আয়োজন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার পরিবহন সংকট দেখা দিয়েছে।
এদিকে জরুরি প্রয়োজনে যাত্রীদের বিকল্প যানসহ অটোরিকশায় চলাচল করতে দেখা গেছে।
শুক্রবার থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড, কামারপাড়া মোড়, আব্দুল্লাহপুর বেড়িবাঁধসহ বেশ কয়েকটি জায়গায় বসানো হয় চেকপোস্ট। চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকার, বাস, মাইক্রোবাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে যাত্রীদেরও শরীর, ব্যাগ তল্লাশি করা হচ্ছে।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। যানবাহন না পেয়ে অনেককেই বিকল্প যানে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেকপোস্ট, নজরদারি বাড়ানো হয়েছে। যাতে নাশকতার জন্য কেউ অস্ত্র নিয়ে চলাচল করতে না পারে। এখনো সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
অন্যদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছেন। বিপুলসংখ্যক নেতাকর্মী এ সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন