ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিএনপি নেতার কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের ভাঙচুর করা কার্যালয় পরিদর্শন করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের ভাঙচুর করা কার্যালয় পরিদর্শন করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বাসভবনের নিচতলায় তার কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে একদল যুবক লাঠিসোটা নিয়ে শহরের মহিলা কলেজ সড়কে তার চেম্বারের সামনে থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে।

এদিকে ঘটনাস্থল থেকে তিনজনসহ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন অভিযোগ করে জানান, সকালে তিনি চেম্বারের কাজ শেষে আদালতে যান। কিছুক্ষণ পরেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তার চেম্বার ভাঙচুর করেন। এ সময় চেম্বারের সামনে থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেন তারা।

জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, সকালে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতি নিলে তার ওপর হামলা চালাতে ল চেম্বারেও ভাঙচুর করা হয়। এতে কয়েকটি জানালার গ্লাস ও মোটরসাইকেল ভেঙে যায়।

বিএনপি নেতাদের অভিযোগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা ও ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ এসে চেম্বারের ভেতর থেকে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, জেলা বিএনপির মিডিয়া সেলকর্মী আরিফ হোসেন ও বিএনপি সমর্থিত আইনজীবী মো. তুষারকে আটক করে।

এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, ‘যুবলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ নিয়ে ব্যস্ত ছিল। কারা ভাঙচুর করেছে, তা জানি না।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বলেন, বিএনপির নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে ঝালকাঠিতে শান্তি মিছিল ও সভা করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। রোববার সকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস মোড়ে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়া পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে।

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলার সদর উপজেলা থেকে ৩ জন, রাজাপুরে ৬, নলছিটিতে ৫ ও কাঠালিয়ায় ৪ জনসহ বিএনপির মোট ১৮ জন নেতাকর্মীকে গতকাল শনিবার রাত থেকে অভিযান চালিয়ে পুলিশ আটক করে।

তিনি আরও বলেন, রোববার সকালে বিএনপি মহিলা কলেজ এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে তা নিভৃত করে দেওয়া হয়। জেলার কোথাও হরতালের কোনো প্রভাব নেই। তবে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহলে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

বিশ্লেষণ / ভেনেজুয়েলা এখন কার হাতে, কীভাবে চলছে

মহেশপুর সীমান্তে এক দশকে ৩৬ বাংলাদেশি নিহত  

স্কুল থেকে শিক্ষিকার ছেলে নিখোঁজ

দাম্পত্য জীবনে ইতি টানলেন জয়জিৎ-শ্রেয়া

‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, মাদুরো সমর্থকদের বিক্ষোভ

ঢাবি শিবিরের নতুন কমিটি

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

১০

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

১১

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

১২

ব্যায়ামের জন্য কখন ইলেকট্রোলাইট দরকার, কখন নয়

১৩

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

১৪

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

১৫

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা

১৬

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

১৭

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

১৮

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

১৯

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

২০
X