ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে থেকেও নাশকতা মামলার আসামি বিএনপি নেতা

ধামরাইয়ের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক। ছবি : সংগৃহীত
ধামরাইয়ের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক। ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কারাগারে থেকেও নাশকতা মামলার আসামি করা হয়েছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিককে।

জানা গেছে, কারাগারে থাকার পরও রোববার (২৯ অক্টোবর) ঢাকার ধামরাই থানার দায়ের করা নাশকতা মামলায় ৩৬ নম্বর আসামি তিনি।

এ বিষয়টি নিয়ে ধামরাইয়ের বিভিন্ন মহলে চলছে কানাঘুষা। বইছে ব্যাপক সমালোচনার ঝড়। ওই মামলার বাদী হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

রোববার ধামরাই থানায় বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় কারাগারে থাকা বিএনপির নেতা আতিকুর রহমান আতিককে আসামি করা হয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানিয়েছে, গত ১৭ অক্টোবর আতিকুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করে নেয় পুলিশ। কি কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে আতিককে নিয়ে যায়। তারপর ভুক্তভোগী পরিবার খোঁজ নিয়ে জানতে পারে, আশুলিয়া থানায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়। তাকে আদালতে নেওয়া হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলহাজতে পাঠান। কারাগারে থাকার পরও ২৯ অক্টোবর ঢাকার ধামরাই থানায় দায়েরকৃত নাশকতা মামলার ৩৬ নম্বর আসামি হন তিনি।

কারাবন্দি আতিকুর রহমানের ছেলে আশিকুর রহমান বলেন, আমার বাবাকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ ধরে নিয়ে যায়। আবার গতকাল ২৯ অক্টোবর নতুন একটি মামলায় আমার বাবাকে আসামি করা হয়েছে। তাহলে তিনি কি কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ধামরাইয়ের নাশকতা চালাতে এসেছিলেন। নাকি মামলাটি ভৌতিক কোনো মামলা যা সৃজন করা হয়েছে। তা না হলে কারাগারে অবস্থান করার পরও কি করে একজন কারাবন্দি মামলার আসামি হতে পারেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, নাশকতার মামলাটি পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সৃজিত একটি মিথ্যা উদাহরণমূলক মামলা। আর কোনো ঘটনায় ঘটেনি ধামরাইয়ে। এমনকি যেখানে বিএনপির নেতাকর্মীদের কোনো অস্তিত্ব ছিল না, যে কারণে পুলিশের এসআই বাদী হয়ে কারাগারে অবস্থানরত বিএনপি নেতা আতিকুর রহমান আতিকসহ ৪৪ জন নেতা কর্মীকে আসামি করে এ মামলা দায়ের করেছে। আমরা এর সঠিক তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এ ব্যাপারে নাশকতা মামলার বাদী ধামরাই থানার এসআই মো. পান্নু মিয়া বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তারা আতিকুর রহমানের নাম প্রকাশ করেছে। সে যদি কারাগারে থেকে থাকে তাহলে তদন্তকারী তদন্ত করে নাম বাদ দিয়ে দিবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি

কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না : ডিসি রায়হান

জামায়াত প্রার্থীর ওপর ভোট কেনার অভিযোগ বিএনপি নেতার

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

আইসিসিকে ক্ষতির মুখে ফেলতে যে ‘ছক’ কষছে পাকিস্তান

জামায়াতের ৩ নেতা গেলেন ইসিতে

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার 

১০

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

১১

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

১২

স্বস্তিকার আক্ষেপ

১৩

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

১৪

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

১৫

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

১৬

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

১৭

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

১৮

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৯

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

২০
X