টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
রোহিঙ্গা প্রত্যাবাসন

রোহিঙ্গাদের কথা শুনল মিয়ানমারের প্রতিনিধিদল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফিরে যাচ্ছে মিয়ানমারের ৩২ সদস্যের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফিরে যাচ্ছে মিয়ানমারের ৩২ সদস্যের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

দমনপীড়ন ও নির্যাতনে জোরপূর্বক নিজ দেশ মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার পর রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর তাদের প্রত্যাবাসনের বিষয়ে কথা বলতে ফের কক্সবাজারের টেকনাফে আসে মিয়ানমার সরকারের ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রথম দিন কথা-আলোচনা শেষে তারা মিয়ানমার ফিরে যান।

এ বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. সামছুদ্দৌজা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নৌপথে নাফনদী দিয়ে দুটি ট্রলারে টেকনাফ জেটিঘাটে পৌঁছায় মিয়ানমারের আরাকান রাজ্যের সাউ নাইংয়ের নেতৃত্বে ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িতে প্রতিনিধিদলকে আনা হয় টেকনাফের সড়ক ও জনপথের রেস্ট হাউসে নদী নিবাসে। এরপর রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।

সকাল ৮টার দিকে টেকনাফের ২৬-২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা রোহিঙ্গারা রেস্ট হাউসে আসা ১৮০ জন রোহিঙ্গার সাথে পৃথকভাবে দুটি দলে ভাগ হয়ে মিয়ানমারের প্রতিনিধিদল তাদের সঙ্গে কথা বলে। প্রতিনিধিদল তাদের সঙ্গে প্রত্যাবাসন ইস্যুসহ জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের তথ্য যাচাই-বাছাই করা হয়। তারা প্রথম দিন কথা বলা শেষে বিকেলের দিকে প্রতিনিধিদলটি মিয়ানমারে ফিরে যায়। আগামীকাল দ্বিতীয় দিনেও আলোচনা করার কথা রয়েছে।

মুচনী ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম বলেন, মিয়ানমারের প্রত্যাবাসন ইস্যুতে তালিকাভুক্ত ও নতুন কিছু রোহিঙ্গার সাথে আজ জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের সঠিক তথ্যটি যাচাই-বাছাই করেন। তারা এটা নিশ্চিত হতে চেয়েছেন, এক পরিবারের যদি ৫ সন্তান থাকেন এর মধ্যে থেকে কজন বাংলাদেশে ও কজন মিয়ানমারের জন্মগ্রহণ করেছে, সে বিষয়টি তারা নিশ্চিত হবার জন্য তারা কাজ করছেন। তবে সে দেশে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে সরাসরি বিস্তারিত আলাপ করেনি তারা।

তিনি আরও বলেন, আমরা তাদের জানিয়েছি, মিয়ানমার আমাদের দেশ আমরা নিজ দেশে অব্যশই ফিরে যাব, যদি আমাদের নাগরিক অধিকার ও ভিটামাটি ফেরতসহ রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দেন।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. সামছুদ্দৌজা বলেন, মিয়ানমারের ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল নৌপথে টেকনাফ জেটিঘাট পৌঁছলে নিরাপত্তা দিয়ে গাড়িযোগে তাদের টেকনাফের সড়ক ও জনপথের রেস্ট হাউসে আনা হয়। এরপর তারা পৃথকভাবে বিজিবির নদী নিবাস রেস্ট হাউসসহ গণপূর্ত বিভাগের রেস্ট হাউসে পৃথকভাবে ১৮০ জন রোহিঙ্গার সাথে কথা বলেন।

তিনি আরও বলেন, জল ও স্থলপথে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে। যা ২০১৮ সালে দু’দেশের চুক্তিতে উল্লেখ রয়েছে। আমরা জল ও স্থলপথে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রস্তুত রয়েছি। আমরা আশা করি, দুপক্ষের কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে যে আস্থার সংকট রয়েছে, সেটি দূর হবে এবং অচিরেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে, যার জন্য আমরা প্রস্তুত। তবে দুপক্ষের আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে আশা করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১০

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১১

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১২

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৩

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৪

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৬

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৭

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৮

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৯

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

২০
X