বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আমিনুল হক শামীম বলেছেন, ‘বিএনপির লোকদের বলছি আপনারা কোনো ধরনের নাশকতা করবেন না। তাহলে মালিক-শ্রমিকরা বসে থাকবে না। সর্বাত্মকভাবে আপনাদের প্রতিহত করা হবে। ব্যবসায়ী ও শ্রমিকদের ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা শান্তি চাই। এই ময়মনসিংহে আপনাদের (বিএনপি-জামায়াত) আর ছাড় দেওয়া হবে না।’
বুধবার (১ নভেম্বর) দুপুরে নগরীর টাউন হলের ভাষাসৈনিক শামসুল হক মুক্তমঞ্চে সারা দেশের বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ব্যবসায়ী, মালিক ও শ্রমিক সংগঠনসমূহের ব্যানারে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে লগি-বৈঠা নিয়ে দলে দলে যোগ দেন আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয় যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শান্তি সমাবেশে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম বজলুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা, দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন আরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমেল, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকার প্রমুখ।
মন্তব্য করুন