পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘খালেদা জিয়া সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করেছিলেন। উল্টোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ঘরে ঘরে পানির দরে সার পৌঁছে দিচ্ছেন। সার চাইলে কৃষককে এখন আর মরতে হয় না, সময়মতো সার তাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।’
বরিশাল সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শনিবার (৪ নভেম্বর) সকালে বরিশাল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ১৫ মার্চকে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কৃষকদের জন্য সবসময় ভাবেন। বাংলাদেশ একটি কৃষিনির্ভরশীল দেশ। তাই কৃষকদের সহায়তা প্রদানে সরকার প্রায় ২৬ হাজার কোটি টাকার মতো ভর্তুকি দিয়ে আসছে। যাতে করে কৃষকরা তাদের উৎপাদন বাড়াতে পারে।’
এ সময় তিনি বলেন, ‘একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন করে দেখিয়েছে। আর অন্যন্য সরকার নিজেদের ভাগ্য উন্নয়ন করলেও জনগণের কথা ভাবেনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিকের সঞ্চালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু।
এ ছাড়া মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর এনামুল হক বাহার, জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জোবায়ের আবদুল্লাহ্ জিন্নাসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন