বিএনপি-জামায়াতের ২৮ অক্টোবরে সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে শহরের পায়রা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেলের সভাপতিত্বে এ কর্মসূচি হয়। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক রানা হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার খান সউদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জজ কোর্টের পিপি ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জজ কোর্টের জিপি বিকাশ কুমার ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল প্রমুখ।
এতে জামায়াত-বিএনপির ডাকা অবরোধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘হরতাল-অবরোধের নামে নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও করার চেষ্টা করলে তার দাঁতভাঙা জবাব দেবে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।’ তিনি আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন