গাইবান্ধার সাদুল্লাপুরে বিল থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে রিওন মিয়া (৮) ও তামিম মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর এলাকার চতরা বিলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রিওন রাঘবেন্দ্রপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে এবং তামিম একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছে জানতে পারি, বিলে শাপলা তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দেয়। উদ্ধারের পর শিশুদের নিকটবর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন