বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার (৫ নভেম্বর) হবিগঞ্জে তাঁতী লীগ নেতার প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে একটি প্রাইভেটকারে কয়েক যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভান।
প্রাইভেটকারের মালিক উপজেলা তাঁতী লীগের সভাপতি করিব মিয়া খন্দকার জানান, হঠাৎ কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চুনারঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় কেউ আটক নেই।’
এদিকে হবিগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না।
মন্তব্য করুন