নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবসহ ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৬ নভেম্বর) ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (০৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তাররা হলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ ও রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মাসুদুর রহমান, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের নেতা আরিফ ও তাওহিদ।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তাররা রূপগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, আড়াইহাজারে পুলিশের সাথে সংঘর্ষ ও ঢাকায় নাশকতার কাজে জড়িত ছিল। সোমবার (০৬ নভেম্বর) ভোরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার দায় স্বীকার করেছে। গ্রেপ্তার না হলে আরও নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল তাদের।
মন্তব্য করুন