গাজীপুরের কালীগঞ্জে রূপগঞ্জ বাইপাস সড়কের গলান এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে চালক সামান্য আহত হলেও হেলপারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গাজীপুর থেকে রূপগঞ্জ যাওয়ার পথে কালীগঞ্জ এলাকার গলান প্রাইমারি স্কুলের সামনে বাইপাস সড়কে এ কার্ভাটভ্যানে পেট্রল দিয়ে আগুন জ্বালানো হয়।
এর আগে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে দুবৃর্ত্তরা। পরে গাড়িটি থামিয়ে আগুন দেওয়া হয়। এ সময় সড়কে যানজট সৃষ্টি হলে উলুখোলা পুলিশ ফাঁড়ি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে জ্বলন্ত ভ্যানটি সড়ক থেকে অন্যত্র সরিয়ে নেয়। পরে সড়কটিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
মন্তব্য করুন