বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি কাজী জাফর উল্লাহ বলেছেন, ‘নিক্সন চৌধুরী এমপির দিন বাঘে খাইছে, শাহাদাতের দিন বাঘে খাইছে। ওদের ধাপ্পাবাজি বক্তব্য আর চলবে না। পুলিশরে দিয়া এই করব, সেই করব, ওদের চাপাবাজি আর চলবে না। সেই জন্য আপনারা শক্ত থাকবেন, নৌকার পক্ষে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের অধিকার আপনারা আদায় করে নেবেন, আপনাদের সঙ্গে আমি আছি।’
শুক্রবার (১০ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সাওথার গ্রামের ইউনুস মাতুব্বরের বাড়িতে নির্বাচনী এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে ওদের খেলা শেষ, আমরা আওয়ামী লীগ করি, আমরা নৌকা করি, আমাদের সঙ্গে শেখ হাসিনা আছেন, আমাদের কোনো ভয় নাই।
এ সময় তিনি আরও বলেন, আমি শেখ হাসিনার জন্য রক্ত দিয়েছি। নিক্সন চৌধুরী শুধু বালি বিক্রি করে ভাঙ্গা থেকে টাকা ইনকাম করে নিয়েছে। ভাঙ্গাবাসীকে কিছুই দেয় নাই। আমরা সততা নিয়েই থাকতে চাই। আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন। তাহলে শেখ হাসিনা চতুর্থবারের মতো জনগণের পাশে থাকবেন।
শুক্রবার সন্ধ্যার পরে বাবু বিমল চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, শ্রমবিষয়ক সম্পাদক সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক দীপক মজুমদার প্রমুখ।
মন্তব্য করুন