শরীয়তপুরের জাজিরায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৪শ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে জাজিরা থানা পুলিশ। এ সময় পলিথিন ব্যাগ বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকচালক কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) শরীয়তপুর জাজিরা উপজেলার কাজির হাট পল্লীবিদ্যুৎ পাওয়ার হাউসের কাছে গোপন সংবাদের ভিক্তিতে ভোর রাত ৪টার দিকে অবৈধ পলিথিনবোঝাই ট্রাকটি আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে যা জানা যায়, ভোররাত ৪টার দিকে সাদি এন্টারপ্রাইজ নামের নড়িয়া ট্রান্সপোর্টের একটি গাড়ি অবৈধ পলিথিনবোঝাই করে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে গাড়িটি জাজিরা থানার এসআই মো. তাজুল ইসলাম আটক করে। পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমানের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে ৪৮ বস্তা পলিথিন জব্দ করা হয় যার ওজন আনুমানিক ১ হাজার ৪শ কেজি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল কালবেলাকে বলেন, জাজিরা থানা পুলিশ ও শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিলে আমরা যৌথ অভিযান পরিচালনা করি এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ১৫ ধারায় এই পরিবহনের সাথে যিনি সংযুক্ত ছিলেন তাকে ৫০ হাজার টাকা জরিমানা করি।
এ সময়ে তিনি আরও বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে। পরিবেশের জন্য ক্ষতিকর যে পলিথিন তা উৎপাদন, পরিবহন ও বিপণন কোনো কাজেই ব্যবহার করা যাবে না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্তব্য করুন