নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও রাসেল পার্কসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে দীর্ঘদিন পরে এক মঞ্চে বসতে দেখা গেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান হয়। প্রকল্পগুলোর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় একই সারিতে ছিলেন শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী। তবে দুজনের মধ্যে কোনো কথা হয়নি। দু’জনই ভিডিও কনফারেন্সের অনুষ্ঠান দেখতে মগ্ন ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা । এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে নারায়ণগঞ্জ সিটি করোপোরেশনের নগর ভবন, শেখ রাসেল পার্ক, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব, বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, সিদ্ধিরগঞ্জ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, পাক-পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ, সোনাকান্দা মাঠসহ মোট ১০টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন