রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাজারের লোকনাথ জুয়েলার্স থেকে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবন্ধী যুবকের নাম রিপন পাল (৩২)। তিনি রাজবাড়ীর শ্রীপুর টিএন্ডটি এলাকার মৃত নারায়ণ পালের ছেলে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে লোকনাথ জুয়েলার্স-এর একটি রুম থেকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
রিপনের বড় চাচা গোকুল পাল জানান, আমার বড় ভাই ও ভাবি ভারতে বসবাস করতেন। কয়েক বছর আগে তারা মারা গেলে ভাতিজা রিপন একা হয়ে পড়ে। পরে বছর দুই আগে আমরা তাকে আমাদের কাছে নিয়ে আসি। রিপন কিছুটা বাক ও শারীরিক প্রতিবন্ধী ছিল। ফলে আমরা তাকে বেশিরভাগ সময় দোকানেই নিজেদের কাছে রাখতাম। প্রতিদিনের মতো সে আজও দোকানের দোতলায় ঘুমিয়ে ছিল। সকালে নিচতলায় থাকা চিত্ত নামে আমাদের এক কর্মচারী ফোনে জানায় রিপন মারা গেছে।
কর্মচারী চিত্ত জানান, রিপন রাত ১০টার সময় নিচতলা থেকে খাওয়া দাওয়া শেষ করে তার নিজের কক্ষে চলে যায়। সকাল ৮টার দিকে আমি তাকে ডাকতে থাকি। সারা শব্দ না পাওয়ায় আমি ভয় পেয়ে বাজারের কয়েকজনকে নিয়ে দোতালায় গিয়ে দেখি রিপন গলায় মাফলার পেঁচিয়ে ঘরে আড়ায় ঝুলে আছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন