আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা প্রতিষ্ঠার ৩৯ বছরেও ফায়ার সার্ভিস স্টেশন পাননি ব্রাহ্মণপাড়াবাসী

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা। ছবি : সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা। ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়াকে ১৯৮৩ সালের ৭ নভেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলশ্রুতিতে উন্নয়নের প্রয়োজনে উপজেলায় উন্নীত করা হয়। উপজেলা প্রতিষ্ঠার ৩৯ বছর পার হলেও ওই উপজেলায় এখনও স্থাপিত হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। ফায়ার সার্ভিস স্টেশন না থাকার ফলে ওই উপজেলায় বিভিন্ন সময়ে ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হচ্ছে। ওই উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি বলে জানান উপজেলাবাসী।

সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ওই উপজেলায় দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারের দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আগুনের চরম ঝুঁকির মধ্যে রয়েছে। উপজেলার ব্রাহ্মণপাড়া সদর বাজার, সাহেবাবাদ বাজার, অলুয়া বাজার, ধান্যদৌল বাজার, বড়ধুশিয়া বাজার, চান্দলা বাজার, ষাইটশালা বাজার, মাধবপুর বাজার, কান্দুঘর বাজার, সিদলাই বাজার, মহালক্ষীপাড়া বাজার, দুলালপুর বাজার, নাল্লা বাজার ও শশীদল বাজারসহ বিভিন্ন বাজারে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিনের অস্থায়ী মজুদদারদের বিক্রয় কেন্দ্র রয়েছে। ফলে ওই সকল বাজারসমূহ অগ্নিকাণ্ডের চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংক-বিমা ও সরকারি-বেসরকারি অফিসসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ওই উপজেলায়। উপজেলা সদরসহ হাটবাজার বা কোনো প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং এবং জেলা সদর কুমিল্লা ফায়ার সার্ভিসের ওপরই একমাত্র নির্ভর করতে হয় ওই উপজেলাবাসীকে। ফলে বুড়িচং বা কুমিল্লা ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই উপজেলার বাসিন্দাদের।

জানা গেছে, গত কয়েক বছর ধরে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজারে অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশনের জন্য গত কয়েক বছর জায়গা দেখাদেখি করে জায়গা নির্ধারণ করলেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কার্যকরী ব্যবস্থা গ্রহণের সঠিক কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা কাজল সরকার বলেন, উপজেলা প্রতিষ্ঠার অনেক বছর পেরিয়ে গেলেও এই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। যার ফলে আমরা উপজেলাবাসী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে খবর পেয়ে আমাদের পাশের উপজেলা বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। কিন্তু দুঃখের বিষয় বুড়িচংয়ের ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমাদের জোরালো দাবি, আগুনে পোড়া ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করতে ব্রাহ্মণপাড়ায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হোক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, এ উপজেলায় বিভিন্ন হাট বাজার এবং বাড়ি-ঘরে প্রতিবছর অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়, অচিরেই ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন দরকার।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই উপজেলায় নতুন এসেছি, বিষয়টি জেলা পর্যায়ে আলোচনা করে ফায়ার সার্ভিস নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রিডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন

বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ইরানের সেনাবাহিনীর রেডলাইন ঘোষণা

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক ক্যাম্পেইন চালাবে ডাকসু : সাদিক কায়েম

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব

ভারতীয় গণমাধ্যমের দাবি / বাংলাদেশ ইস্যুতে বড় চাপে জয় শাহ

জনগণের সেবায় নিয়োজিত থাকাই বিএনপির মূলনীতি : শামা ওবায়েদ

ঢাবি ক্যান্টিনের খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আশার বার্তা

১০

বিএনপিতে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

১১

বনশ্রী থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

১২

‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’, জামায়াত নেতার ব্যাখ্যা

১৩

পাকিস্তানে ‘ভারতপন্থি’ ১১ সন্ত্রাসী নিহত

১৪

অভিবাসন ইস্যুতে ফুঁসছে যুক্তরাষ্ট্র, নতুন ভিডিও প্রকাশ

১৫

এক জোড়া লাউ বিক্রি ১৮ হাজার টাকায়

১৬

সাগরে ব্যাপক মহড়া পাকিস্তানের, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

১৭

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান

১৮

সংসার ভাঙার খবরে যা বললেন তাহসান

১৯

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

২০
X