বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে জামায়াত নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ৩০-৩৫ জন জামায়াত নেতাকর্মী শিকারপুর নামক এলাকায় ঝটিকা বিক্ষোভ করে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গ্রেপ্তার ৭ জন হলো- ওটরা ইউনিয়নের মশাং গ্রামের জাহিদুল ইসলাম (২০), গোলাম কিবরিয়া (২৪), চকমান গ্রামের মাহাবুব ফকির (১৯), রাকিবুল ইসলাম (১৬), সায়মন তালুকদার(২০), সদর উপজেলার হারুন মেহেদী হাসান (২০) ও বাগেরহাট আবু সাঈদ হাওলাদার (২৫)।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে নাশকতার চেষ্টা চালিয়েছিল। এ সময় ৬টি ককটেলসহ জামায়াতের ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
মন্তব্য করুন