বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত-২ এর কারণে চাঁদপুর টু ঢাকা নৌপথের সকল নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর কর্মকর্তার কার্যালয় থেকে নৌযান বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় চাঁদপুর টু নারায়ণগঞ্জ নৌপথের সব নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সতর্কতা হিসেবে আমরা প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের সব নৌযান চলাচল বন্ধ রেখেছিলাম। তবে চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী লঞ্চের সময়সূচি স্বাভাবিক রাখলেও এখন সেগুলোও সব বন্ধ করা হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাইকে সতর্ক ও নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হলো।
মন্তব্য করুন